![Meh](https://image.librarything.com/pics/litsy_webpics/icon_soso.png)
ভোজন হল, হজম হল না।
স্বাদ নিলাম, কিন্তু সাধ মিটল না।
অমিতের আতলামি অনেকাংশেই বিরক্তির উদ্রেক করেছে। আর লাবণ্যর চরিত্রটা এত অল্প পরিসরে ঠিক প্রস্ফুটিত হতে পারেনি বলে মনে হয়েছে। নিবারণের অনেকগুলো কবিতা চরণই বেশ আনাড়ি লেগেছে। সহপাঠকগন এই বিখ্যাত বইটি পড়ে এভাবে উজাড় করে তারকা প্রদান কেন করেছেন তা মিলাতে পারিনি।